নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ সালাম। এই ব্যাপারে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাইল্যাতলি এলাকায় এই ঘটনা ঘটে।

NewsDetails_03

নিহতের পিতার নাম মৃত আমির হামজা। সে বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড চাইল্যাতলি এলাকার বাসিন্দা।

২৯ আগষ্ট (সোমবার) ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে নিজ জমিতে চাষাবাদ করতে গেলে বন্য হাতির আক্রমনের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় রাবার বাগানের শ্রমিকরা আহত মোঃ সালামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তিনি মারা যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা বলেন, ঘটনা আমিও শুনেছি, তবে ঘটনাস্থল নাইক্ষ্যংছড়ির পার্শ্বের রামু উপজেলায়।

আরও পড়ুন