নাইক্ষ্যংছড়িতে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার দক্ষিন বাইশারী গ্রামের শাহ্ সিরাজুর রহমান সজলের বাসায়। বাসার মালিক রাবার বাগান মালিক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বলে জানা যায়।
বাসার কর্মচারী ফজলে রাব্বি জানান, ভোর রাত তিনটার দিকে ৫ থেকে ৬ জনের মুখোশ পরিহিত ডাকাত দলের সদস্যরা প্রধান গেইট খোলে বাসার দরজা খোলার সময় তিনি আওয়াজ পেয়ে ঘুম থেকে জেগে উঠেন এবং তিনি জানালার ফাঁক দিয়ে ৫ থেকে ৬ জন মুখোশ পরিহিত লোকদের সশস্ত্র অবস্থায় দেখতে পেয়ে ঘটনাটি মোবাইল ফোনে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছার আগ মূহুর্তে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এতে বাসার লোকজন ডাকাতের হাত থেকে রক্ষা পায়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু মুসা বলেন, খবর পেয়ে ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে এসে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন, উক্ত বাড়িতে কোন প্রকার ডাকাতি ও ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন