নাইক্ষ্যংছড়িতে বিজিবির গুলি : ১ কোটি টাকার ৪০ হাজার ইয়াবা উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পাড়ি দিয়ে ইয়াবা আনার পথে বিজিবি উদ্ধার করেছে ১ কোটি টাকার ৪০ হাজার নিষিদ্ধ ইয়াবা বড়ি।

NewsDetails_03

গত সোমবার (১৯আগষ্ট) রাত ১১টার দিকে জেলার ঘুমধুম ইউনিয়নের রেজু দক্ষিণ আমতলীস্থ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩৯নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল ওই এলাকাটি কক্সবাজার ৩৪বিজিবির নিয়ন্ত্রনাধীন।

৩৪ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহন করে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল আলী হায়দার আজাদের নির্দেশনায় রেজু আমতলী বিওপির সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এসময় ইয়াবা পাচারকারীরা দূর থেকে পালিয়ে যেতে চাইলে বিজিবি দুই রাউন্ড গুলি ছুড়ে। এর ফলে ইয়াবা কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন