নাইক্ষ্যংছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

NewsDetails_01

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় “ভোক্তার আস্থাশীল ডিজিটাল বাংলাদেশ গড়ি” স্লোগানে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা দিবস পালিত হয়েছে ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষ্যে শুরু হওয়া র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাইক্ষ্যংছড়ি বাজার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোক্তাদের মানসম্মত পণ্য সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ময়লা আবর্জনা অপসারন, নলকূপ যথাযথ ব্যবহার সহ বিভিন্ন বিষয় উঠে আসে বক্তাদের আলোচনায়।
এতে উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত কামাল উদ্দিন, আওয়ামীলীগ সদস্য সচিব ইমরান মেম্বার, শিক্ষা কর্মকর্তা আবু আহাম্মদ, বাজার ব্যবসায়ী সমিতি র সাধারন সম্পাদক মোঃ ইসলাম এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন