নাইক্ষ্যংছড়িতে ১৩টি বন্দুকসহ বার্মিজ মদ উদ্ধার

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়ন থেকে ১৩ দেশী বন্দুক ও ১২ বোতল বার্মিজ মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ মে) রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি দোছড়ি ইউনিয়নের লেম্বুতলী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মদের বোতল জব্দ করে।

NewsDetails_03

১১ বিজিবি জানায়, পাহাড়ের মাটির গর্তের ভিতরে লুকানো ও পরিত্যক্ত অবস্থায় ১৩ দেশীয় অস্ত্র ও ১২ বার্মিজ মদের বোতল জব্দ করতে সক্ষম হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা অস্ত্র ও মদ নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জমা দেওয়া হয়েছে।

বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হোসাইন জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন