নাইক্ষ্যংছড়ি ও আলীকদম একাদশ জেলা চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্ণামেন্টে

NewsDetails_01

বান্দরবানে জেলা পর্যায়ে “বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুর্ধ-১৭ এর ফাইনাল খেলা সমাপ্তি হয়েছে। এবারের আসরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন (বালক) ও আলীকদম (বালিকা) একাদশ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ সোমবার (৭জুন) দুপুরে বান্দরবান স্টেডিয়ামে খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, খেলাধুলার সুস্থ প্রতিযোগিতা অপসংস্কৃতি থেকে ছেলেমেয়েদের দূরে রাখে,ক্রীড়ার মাধ্যমে সকলের শরীরে সুস্থতা থাকে এবং ক্রীড়া চর্চার মধ্য দিয়ে যেকোন সমাজ সুন্দরভাবে চলমান থাকে। এসময় জেলা প্রশাসক সুস্থ দেহ ও সুস্থ মন সমৃদ্ধ ছেলেমেয়েদের খেলাধুলায় আরো অগ্রগামী করতে সব ধরনের সহযোগিতার প্রদানের আশ্বাস দেন ।

NewsDetails_03

এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) ফাইনালে রোয়াংছড়ি একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাইক্ষ্যংছড়ি সদর একাদশ। তাদের পক্ষে তিনটি গোল করেন যথাক্রমে সুথোয়াই মারমা,আক্য মারমা ও ফয়েজ।

অপরদিকে,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লামা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলীকদম একাদশ।

টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান , সাইফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাবেদ, জেলা ক্রিড়া অফিসার মাইনুদ্দিন মিল্কী, পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যানে ওয়ান চাক।

আরও পড়ুন