নাইক্ষ্যংছড়ি বিএনপি’র ৪ নেতা কারাগারে

NewsDetails_01

নাইক্ষ্যংছড়ির চার বিএনপি নেতা
বান্দরবান থানায় দায়ের করা একটি মামলায় জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চার বিএনপি নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, রামু বৌদ্ধ মন্দির পুড়ানো মামলায় বরখাস্ত হওয়া উপজেলা চেয়ারম্যান তোফাইল আহাম্মদ এর শ্যালক,নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সদস্য, আমিরুল কবির রাকিব (২৮), উপজেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুদ্দিন বাহাদুর (৩২), আহসানুল কবির রাজিব (৩৩) ও জাকের আহমদ (৩৫)।
সোমবার সকাল ১১টার দিকে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরীর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের বান্দরবান সদর থানায় দায়ের করা (জিআর- ২৬৩/২০১৬) একটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন