নাইক্ষ্যংছড়ি সীমান্তে অস্ত্র-কার্তুজসহ ৩ রোহিঙ্গা আটক

NewsDetails_01

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারে যাওয়ার পথে অস্ত্র ও কার্তুজসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৩টার দিকে বান্দরবানের সীমান্তবর্তী ঘুমধুম এলাকার পূর্ব-বড়ুয়াপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটক ৩ ব্যক্তি হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১৭ নং ক্যাম্পের ৬৪ নং ব্লকের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে মো. মীর কাশেম (২৩), কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পের মোছা খলিলের ছেলে রশিদ উল্লাহ (২০) ও কুতুপালংয়ের তিন নম্বর ক্যাম্পের বাসিন্দা কোরবান আলীর ছেলে নুর বশর (১৯)। এসময় তাদের কাছ থেকে একটি অস্ত্র ও ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, তিন রোহিঙ্গা অস্ত্র ও কার্তুজ নিয়ে মিয়ানমার সীমান্তের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রগুলো পাচার করছিল বলে স্বীকার করেছে।

আরও পড়ুন