নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিপির গুলিতে রোহিঙা শিশু গুলিবিদ্ধ

NewsDetails_01

গুলিবিদ্ধ শিশুর নাম আনসার উল্লাহ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার কোনারপাড়া সংলগ্ন সীমান্তের শূণ্যরেখায় বৃহস্পতিবার বিকাল পৌনে ৫ টার দিকে বিজিপির গুলিতে রোহিঙা শিশু গুলিবিদ্ধ হয়েছে।‘খেলার সময় মিয়ানমারের বিজিপির গুলিতে এক শিশু গুলিবিদ্ধ’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ শিশুর নাম আনসার উল্লাহ (১২)।
গুলিবিদ্ধ আনসার উল্লাহ (১২) ঘুমধুমের তমব্রু এলাকার কোনারপাড়ার শূণ্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জামাল হোসেনের ছেলে। গুলিবিদ্ধ রোহিঙ্গা শিশুটিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পরিদর্শক ইমন।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার বিকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার কোনারপাড়া শূণ্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে কিছু শিশু খেলা করছিল। এসময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আকস্মিক গুলিবর্ষণে এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় ক্যাম্পের রোহিঙ্গারা উদ্ধার করে নিয়ে আসলে গুলিবিদ্ধ আনসার উল্লাহকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করে। শিশুটির বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। সে এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন