নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি প্রতিষ্ঠার ৩৫ তম বার্ষিকী পালিত

NewsDetails_01

14054677_1246065172112872_217097067_nআজ ২২ আগস্ট সোমবার নাইক্ষ্যংছড়িতে ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে জোন সদরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্ণেল তানভীরুল আলম।
বিজিবি প্রধান প্রদত্ত কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। ছিল আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপস্থিত সবাই প্রীতিভোজের আয়োজন ।
অনুষ্ঠানে কর্ণেল তানভীরুল আলম সৈনীকদের উদ্দেশ্যে -৮ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা কাজে বিজিবি র করনিয় ও অবদান এর কথা তুলে ধরেন।
পাশাপাশি সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যসহ অবৈধ অস্ত্র পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে একনিষ্ঠ হতে আহবান করেন।
অনুষ্টানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহেদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌঃ সহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন