নানা আয়োজনে বান্দরবানে মহাষ্টমী পূজা

NewsDetails_01

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে চলছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন।

আজ ১২ অক্টোবর (মঙ্গলবার) মহাসপ্তমী উদযাপনের মধ্য দিয়েই উৎসবের জোয়ার নেমেছে পূজায়। বুধবার শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী,তাই সকাল থেকে সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষেরা ভীড় জমাচ্ছে বান্দরবানের বিভিন্ন মন্ডপে মন্ডপে। সারাদিন দেবী দূর্গা মায়ের জন্য উপবাস থাকা আর নিজ ব্রত পালনের জন্য মায়ের উদ্যেশে পূজা নিবেদন আর মোমবাতি আর ধুপ জালিয়ে প্রণাম জানাচ্ছে ভক্তরা।

NewsDetails_03

মহাষ্টমীতে মাকে প্রণাম জানাতে সকাল থেকে বান্দরবানের কেন্দ্রীয় দুর্গা মন্দির, বালাঘাটা, কালাঘাটা, হাফেজঘোনা, মেম্বারপাড়াসহ বিভিন্ন পূজামন্ডপে চলছে নানা ধর্মীয় রীতিনীতি পালন।

এবার স্বাস্থ্যবিধি মেনে ও সরকারি নির্দেশনা অনুসরন করে জেলায় ৩০টি পূজা মন্ডপে চলছে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা আর আগামী ১৫অক্টোবর (শুক্রবার) সকালে পুস্পাঞ্জলি গ্রহণের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সমাপ্তি হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই শারদীয় দুর্গোৎসবের।

আরও পড়ুন