নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

NewsDetails_01

রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিকফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা ২০ জুলাই শুক্রবার এক বিবৃতিতে রাঙামাটির নানিয়াচরে সাবেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার নিজ বাড়ি থেকে সাবেক নানিয়াচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবংঅবিলম্বে তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন। ইউপিডিএফ নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা অপহরণকারীদেও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেনএবং ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নব্য মুখোশবাহিনী ও জেএসএস সংস্কারবাদীর সশস্ত্র দুর্বৃত্তরা তাকে অপহরণের পর ইঞ্জিনচালিত বোটে করে মহালছড়ি উপজেলার মুবাছড়ির দিকে নিয়ে যায়। তবে এ ঞটনার সাথে জড়িত নয় বলে দাবী করেন জেএসএস সংস্কার।
এদিকে, রাঙামাটি পুলিশ সুপার মো: আলমগীর কবির বলেন, এ ব্যাপারে আমাদেরকে কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন