নারী শিশু নির্যাতন বন্ধের দাবীতে বান্দরবানে সাইকেল ক্যাম্পেইন

NewsDetails_01

দেশকে মাদকমুক্ত রাখা, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে বান্দরবান পার্বত্য জেলায় সাইকেল ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পার্বত্য জেলা পরিষদের প্রাঙ্গণে এই সাইকেল ক্যাম্পেইন এর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এসময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য জেলা পরিষদের গনসংযোগ কর্মকর্তা জুড়ি মং মার্মাসহ পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

পরে অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাব এর বেশ কিছু সদস্য সাইকেল নিয়ে জেলার রোয়াংছড়ি উপজেলা গিয়ে তারা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করে এবং সমাজ থেকে মাদক দূর করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানায়।

এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, বান্দরবান অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাব এর এই সাইকেল ক্যাম্পেইন এর আয়োজনের মাধ্যমে সাত উপজেলার যুব সমাজ মাদকের ছোবল থেকে অনেকটাই মুক্ত থাকবে।

আরও পড়ুন