নাশকতাকারীদের কোন ধর্ম নেই : দিলীপ কুমার বণিক

NewsDetails_01

জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা যারা করে, তারা কোন ধর্মেই পড়েনা। তারা আমার, আপনার, সমাজ তথা দেশের শত্রু। এদের কারণে দেশের উন্নয়ন কাজ বাঁধা গ্রস্ত হয়। তাই এদেরকে প্রশ্রয় না দিয়ে গণসচেতনতার সৃষ্টি করে রুখে দিতে হবে। রবিবার দুপুরে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উদ্বুদ্ধকরণ সভায় একথা বলেন বান্দরবানের জেলা প্রশসাক দিলীপ কুমার বণিক । উপজেলা নির্বাহী অফিসার মো. নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা, চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান, থানা পুলিশের উপ-পরিদর্শক লেয়াকত আলী প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। পরে প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনেও অনুষ্ঠিত এক মতবিনিময়কালে আলীকদমে এডিপি’র প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তসহ অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী করেন।

আরও পড়ুন