নিহত ইউপি সদস্যের পরিবার ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধার পাশে দীপংকর তালুকদার

NewsDetails_01

নির্বাচনোত্তর সহিংসতায় নিহত রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য সজিবুর রহমানের পরিবারকে সান্তনা দেবার জন্য আজ শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই নতুনবাজার তাঁর বাসায় যান খাদ্য মন্ত্রনালয়ে সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। এছাড়া তিনি একইদিন কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বসবাসরত অসুস্থ মুক্তিযোদ্ধা রেফাত উল্লার বাসায়ও যান।

এইসময় নিহত সজিবুর রহমানের বড় মেয়ে নুসরাত জাহান সাংসদ দীপংকর তালুকদারকে বলেন, আমার বাবার হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমপি দীপংকর নিহত সজিবুর রহমানের পরিবারকে বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়, দোষী সকলকে শাস্তি পেতে হবে। এইসময় তিনি নিহত ইউপি সদস্য সজিবুর রহমানের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এইছাড়া রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীও ৫ হাজার টাকা সজিবুর রহমানের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

NewsDetails_03

পরে দীপংকর তালুকদার এমপি কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র এলাকায় অসুস্থ বীর মুক্তিযোদ্ধা রেফাত উল্লাহকে দেখতে তার বাসায় যান।

এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো.হানিফ, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন’সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন