নৌবাহিনী স্কুলের ছাত্র অনির্বান দত্ত তবলায় বিভাগীয় পর্যায়ে প্রথম

NewsDetails_01

বাংলাদেশ নৌ বাহিনী স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র অনির্বান দত্ত( শুভ্র) জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে তবলা “খ” বিভাগে প্রথম স্হান অধিকার করার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার চট্রগ্রাম শিশু একাডেমিতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে চট্রগ্রাম বিভাগের ১০ টি জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে বিভাগীয় পর্যায়ে প্রথম হবার গৌরব অর্জন করেন। এর আগে সে কাপ্তাই উপজেলা এবং রাংগামাটি জেলা পর্যায়ে তবলায় প্রথম স্হান অর্জন করেন। তাঁর পিতা ঝুলন দত্ত, চট্রগ্রাম এবং পার্বত্যঞ্চলের একজন সুপরিচিত তবলা প্রশিক্ষক, সংগীত পরিচালক এবং রাংগামাটি বেতারে “ক” বিশেষ শ্রেনীর তবলা বাদক। কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি অনির্বান দত্তের পিতা ঝুলন দত্ত অনেক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তাঁর মাতা সংগীতা দত্ত, একজন প্রতিষ্ঠিত নৃত্য প্রশিক্ষক। অনির্বান দত্ত তাঁর পিতার নিকট তবলা প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি উদীয়মান তবলা শিল্পি অর্নব মল্লিকের নিকট তবলায় প্রশিক্ষণ গ্রহণ করে আসছে, এছাড়া সে বিখ্যাত সংগীত প্রশিক্ষক রাজেস সাহার নিকট কন্ঠ সংগীতে, আবৃত্তি শিল্পি খোদেজা আক্তার ভাষার নিকট আবৃত্তিতে এবং চিত্র শিল্পি ত্রিদিপ মুৎসুদ্দীর নিকট চিত্রাংকন এ প্রশিক্ষণ গ্রহণ করে আসছে। অনির্বান দত্তের বিভাগীয় পর্যায়ে এই সাফল্যে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই নৌ বাহিনী স্কুলের অধ্যক্ষ কমান্ডার জি কিউ খান, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, নৌ বাহিনী প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন