পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির সচেতনতায় কাপ্তাইয়ে ৬টি মামলা

NewsDetails_01

সোনালী আঁশ পাটের ব্যবহারকে উৎসাহী করতে সরকার ১৯ টি পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার বাধ্যতামূলক করেছে। আর এই আইন বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টা হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের আপস্ট্রিম জেটিঘাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

NewsDetails_03

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০ এর ১৪ ধারা মোতাবেক পাটজাত দ্রব্য ব্যবহার না করায় ৫টি দোকানে ৫টি মামলায় ১১ হাজার টাকা ও ১ জন পর্যটককে মাস্ক না পড়ে চলাচলের অপরাধে বাংলাদেশ দন্ডবিধি ২৬৯ ধারায় ১টি মামলায় ২শত টাকা সহ মোট ৬টি মামলায় সর্বমোট ১১ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।

এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক বাবুল চন্দ্র দাস, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন