পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে : প্রতিমন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শান্তি চুক্তি করে পার্বত্য এলাকা থেকে বিরাজমান আশান্তিকে বিদায় করেছে আওয়ামীলীগ সরকার । এর ফলে পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে ।

রবিবার সকালে বান্দরবান সদরের রেইচা বাজারে ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার এর ভিত্তিপ্রস্তর স্থাপন কালে তিনি একথা বলেন । পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে শহীদ মিনার স্থাপনে ব্যয় ধরা হয়েছে ১৫ লক্ষ টাকা ।

NewsDetails_03

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো: আবদুল আজিজ, রেইচা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মার্মা সাবু ।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে একই এলাকায় যাত্রী ছাউনি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী । যার ব্যয় ধরা হয়েছে ৮ লক্ষ টাকা ।

আরও পড়ুন