পার্বত্য এলাকার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : বীর বাহাদুর এমপি

NewsDetails_01

বান্দরবানের কুহালং ইউনিয়নে ফলক উম্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
পার্বত্য এলাকার উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে,আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। সোমবার সকালে বান্দরবানের কুহালং ইউনিয়নে ফলক উম্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেন।
বান্দরবানের কুহালং ইউনিয়নে ৩ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে শিলক খালের উপর গার্ডার ব্রিজের অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় ৬০ মিটার আর.সি.সি গার্ডার ব্রীজটির কাজ বাস্তবায়িত হচ্ছে।
এসময় বীর বাহাদুর আরো বলেন,বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে পার্বত্য এলাকায় মন্দির, মসজিদ ,গীর্জা, স্কুল- কলেজসহ বিভিন্ন প্রতিষ্টান ও উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে, আর দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনযাত্রা আজ অনেকটাই সহজ হয়ে ওঠেছে। ছাউপাড়া শিলক খালের উপর ব্রীজটির কাজ সম্পন্ন হলে সড়কটি কুহালং ইউনিয়নের সাথে রাজবিলা ইউনিয়নের সংযুক্ত হবে আর এর ফলে কৃষি পণ্য পরিবহণসহ এলাকার স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীদের দীর্ঘদিনের দূর্ভোগ কমে আসবে।
এসময় এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো: আবদুল আজিজ, সহকারী প্রকৌশলী মো: নুর হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু মার্মা, তিংতিং ম্যা,পার্বত্য জেলা পরিষদের সহকারি প্রকৌশলী থোয়াই চ মং মার্মা, উপ-সহকারি প্রকৌশলী উনে উইন মার্মা, চেমী মৌজার হেডম্যান পুলু প্রু মার্মা,রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মার্মা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মার্মা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মং পু মার্মা,রাজবিলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মংইয়েনু মার্মা সরকারি বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা ও এলাকার জনসাধারণ।
পরে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ছাউপাড়া বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন এবং ১৫ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ছাংও পাড়ায় ৪টি পানির ট্যাংকসহ জিএফএস এর মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুন