পার্বত্য শান্তি চুক্তি লঙ্ঘন : খাগড়াছড়িতে প্রকৌশলীসহ ২ জনের বিরুদ্ধে মামলা

NewsDetails_01

পার্বত্য শান্তি চুক্তির আইন লঙ্ঘন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অবজ্ঞা করে জোর করে দায়িত্ব গ্রহণের চেষ্টার অভিযোগে সদ্য পদায়নকৃত খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামাল হোসেন ও পার্বত্য চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহির উদ্দিন দেওয়ানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

NewsDetails_03

আদালত মামলাটি গ্রহণ করে ১১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছে। যার মামলা নং সি.আর ২০৮/১৯।

গত রবিবার (১৮ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি কগনিজেন্স আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোর্শেদুল আলমের আদালতে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জনস্বাস্থ্য বিভাগের আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ১২০(খ)/৪১৭/১৬৬/৩৮৭/৫০৫ (খ)(গ)/৫০০/৫০৬ (২য় অংশ) ও ৩৪ দন্ডবিধির ধারায় এ মামলায় মোঃ কামাল হোসেন (৫০) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহির উদ্দিন দেওয়ান (৫১) আসামি করা হয়।

আরও পড়ুন