পার্বত্য ৩ জেলায় দেওয়া হবে ২৫০০ সোলার সিস্টেম

NewsDetails_01

বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলার দুর্গম এলাকায় ২ হাজার ৫০০টি সোলার সিস্টেম দেওয়া হবে। বিনামূল্যে এই সোলার সিস্টেম প্রদানের ফলে বিদ্যুৎবিহীন পাহাড়ি এলাকার স্থানীয়রা উপকৃত হবে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

NewsDetails_03

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের (দ্বিতীয় পর্যায়) প্রস্তাব পাস হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের কাছ থেকে ২০৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার টাকায় এ প্রকল্পের সরঞ্জাম কিনবে।

তিনি আরো জানান, প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলার জন্য ১০০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ৪০ হাজার সোলার হোম সিস্টেম ও ৩২০ ওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ২ হাজার ৫০০ সোলার কমিউনিটি সিস্টেম স্থাপন করা হবে।

আরও পড়ুন