পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিযোগ্য করতে সরকার আন্তরিক : থানচিতে বাণিজ্য সচিব

NewsDetails_01

থানচিতে সেমিনারের বক্তব্য রাখছেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন
থানচিতে সেমিনারের বক্তব্য রাখছেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন
পাহাড়ের কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানিযোগ্য করতে সরকার আন্তরিক, পাহাড়ে কৃষিপণ্য উৎপাদনের প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার কৃষকদের প্রতি খুব আন্তরিক। শুক্রবার সকালে থানচি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত “কাজু বাদাম পুষ্ঠিগুণ উন্নয়ন ও রপ্তানি” শীর্ষক সেমিনারে বানিজ্য মন্ত্রনালয়ে সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগ যৌথ আয়োজনে জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে সেমিনারে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওবাইদুল আজম, বিজনেস প্রমোশন কাউন্সিল (কো-অর্ডিনেটর) যুগ্ম সচিব ফকির ফিরোজ আহম্মদ, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, কৃষি বিভাগের উপ-পরিচালক আলতাফ হোসেন, বাংলদেশ অর্গানিক প্রোডাক্টস্ ম্যানুষফ্যাকচারার্স এসোসিশন প্রেসিডেন্ট মো: আবদুস ছালাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লামং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ ।
বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস্ ম্যানুষফ্যাকচারার্স এসোসিশন, এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি) বানিজ্য মন্ত্রণালয় আওতায় এ সেমিনারে স্থানীয় বক্তারা বলেন
তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে কৃষিপণ্যের পুষ্টিগুন উন্নয়ন ও রপ্তানিযোগ্য কাজুবাদাম উৎপাদন করতে কৃষকদের উন্নত জাতের চারাকলম বিতরণ ও প্রশিক্ষণ ব্যবস্থায় সরকারি পৃষ্টপোষকতা অত্যন্ত জরুরি।
এসময় স্থানীয় বক্তারা বলেন, সীমান্তের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে, এতে দুর্গম অঞ্চলে অধিবাসীরা বাণিজ্যিক ভাবে রপ্তানীযোগ্য কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে এখানকার মানুষের অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নয়ন হবে। দুর্গম থানচি উপজেলা উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহন করতে হবে।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা ও উপজেলা আওয়ামী লীগে সভাপতি মংথোয়াইম্যা মারমা (রনি), কাজুবাদাম চাষী উবামং মারমা করবারী, রেংনিং ম্রো কারবারী। উপজেলার চারটি ইউনিয়নের কাজু বাদাম চাষী, কৃষক, জনপ্রতিনিধি ও প্রথাগত সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন