পাহাড়ে করোনা আক্রান্তে প্রথম স্থানে রাঙামাটি

NewsDetails_01

পাহাড়ে করোনা সংক্রামন শুরু হলে সর্বপ্রথম বান্দরবানে করোনা রোগী সনাক্ত হলেও সর্বশেষ করোনা রোগী সনাক্ত হয় রাঙামাটি জেলায়। আর সেই রাঙামাটি জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী। ফলে তিন পার্বত্য জেলার মধ্যে করোনা আক্রান্তে প্রথমস্থানে আছে রাঙামাটি জেলা, ২য় অবস্থানে আছে বান্দরবান ও ৩য় অবস্থানে আছে খাগড়াছড়ি জেলা।

NewsDetails_03

রাঙামাটি
বুধবার রাতের প্রতিবেদনে রাঙামাটির ১০টি উপজেলায় ১৮ জনের করোনা সনাক্ত হয়। এনিয়ে জেলায় মোট আক্রান্ত বেড়ে ১৪৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৬জন। রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল এতথ্য নিশ্চিত করেন।

বান্দরবান

বুধবার রাতের প্রতিবেদনে বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, উনার মেয়ে শ্রিয়া দাস, স্ত্রী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সীমা দাসসহ নতুন আক্রান্ত ১৭ জন নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে শিশুসহ ১১০ জন। ইতোমধ্যে জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন। স্বাস্থ্য বিধি না মানা আর অসচেতনতার কারণেই জেলার সব উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

খাগড়াছড়ি
বুধবার রাতের প্রতিবেদনে খাগড়াছড়ি জেলায় শতকের ঘরে করোনা পজেটিভ রোগীর সংখ্যা। প্রাপ্ত রিপোর্টে পৌর শহরের ১০ জন করোনা পজেটিভ সনাক্ত হিসেবে ফলাফল এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ৭ জন পুলিশ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। বাকীরা হচ্ছে খাগড়াপুরের ১ জন, য়ংড় বৌদ্ধ বিহার এলাকার ১ জন এবং আনন্দনগর এলাকার ১ জন। জেলার ৯টি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৪ জন।

আরও পড়ুন