পাহাড়ে সবচেয়ে বড় সাইকেল শোভাযাত্রা!

NewsDetails_01

আরো প্রায় পাঁচ মাস বাকি। তাতে কী! ধীরগতিতে এগোবে প্রস্তুতি। ঠিক পথেই চলছে স্বপ্নীল যাত্রা। যেখানে হাজারো স্বপ্নের সম্মিলন ঘটবে। এক কাতারে মিলিত হবেন সবাই। সেই স্বপ্ন বুনন বেশ বর্ণাঢ্যতায় সূচিত হলো। বর্ণিল সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো এমন পদযাত্রা। লক্ষ্য ২৩ ডিসেম্বর। সেদিন জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসব।

এ উপলক্ষে গত শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করেন পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার। এরপর সাইকেল নিয়ে সবাই ঘুরে বেড়ালেন শহর ও শহরতলী।

এ সময় তাঁদের উৎসাহ দেন পথচারীসহ উত্সুক জনতা। প্রচারের অংশ হিসেবে এটি উৎসব কমিটির প্রথম আয়োজন।
এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এটিকে তিন পার্বত্য জেলার মধ্যে সর্ববৃহৎ সাইকেল শোভাযাত্রা বলে দাবি করছেন আয়োজকেরা।

NewsDetails_03

পুনর্মিলনী কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সুধীন কুমার চাকমা বলেন, ‘প্রথম পুনর্মিলনী উৎসবে দেশ-বিদেশে অবস্থানকারী পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেবেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উৎসবের রেজিস্ট্রেশন চলবে। ’ উৎসবের আগে সাইকেল শোভাযাত্রার মতো আরো অনেক আকর্ষণীয় ইভেন্ট থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয় ১৯৫৭ সালে। সেই হিসাবে প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ হচ্ছে এ বছর।

অবশ্য খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্মসন ধরলে ৯৪ বছর অতিক্রম করবে বিদ্যালয়টি। সূত্র : কালেরকণ্ঠ

আরও পড়ুন