পৌর কর নির্ধারণ ও আদায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন মেয়র প্রার্থীরা

খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম

NewsDetails_01

খাগড়াছড়ি পৌরসভা এলাকার পৌর কর নির্ধারণ ও আদায় নিয়ে মেয়র প্রার্থীরা বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম।

আজ শুক্রবার (১জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

NewsDetails_03

মেয়র রফিকুল আলম বলেন, পৌরসভা বিধিমালা অনুসরণ করে প্রতি ৫ বছর পরপর করদাতার বার্ষিক আয় মূল্যয়নের ভিত্তিতে পৌর কর নির্ধারণ করা হয়। এটি কারো ইচ্ছামাফিক করার সুযোগ নেই। কিন্তু এটিকে কেন্দ্র করে কয়েকজন মেয়র প্রার্থী নির্বাচনের মাঠে ভোটারদের বিভ্রান্ত করছেন। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে তিনি আবারও বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সম্মিলিত নাগরিক কমিটির সদস্য সচিব হোসেন চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন