প্রবারণা পূর্ণিমায় চিৎমরমে পুণ্যার্থীদের ঢল

NewsDetails_01

রাঙ্গামাটি কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গত বুধবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত নানা কর্মসূচীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্ণিমা হিসেবে উদযাপন করে। প্রবারণা হল আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান।

NewsDetails_03

এই উপলক্ষে চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিণ্ডদান প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে শত শত ধর্মপ্রাণ নর-নারীদের সাধু সাধু ধ্বণিতে মুখোরিত হয়ে উঠে পুরো বিহার প্রাঙ্গণ। উড়ানো হয় ফানুস বাতি ও প্রজ্জ্বলন করা হয় হাজার প্রদীপ।

এইছাড়া শুভ প্রবারনা পূর্নিমা উপলক্ষে কাপ্তাই উপজেলার বিভিন্ন বিহারে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন