বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের ৫০ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা

NewsDetails_01

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ কালজয়ী ভাষণের ৫০ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মার্চ) বিকেল ৩টায় বান্দরবান পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলামের সঞ্চালনায় বান্দরবান শহর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী।

NewsDetails_03

এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ, একেএম জাহাঙ্গীর,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুরসহ জেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্যে রাখতে গিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামে ৭ই মার্চ এক অবিস্মরণীয় দিন। এই ভাষণ শুনে, আমরা উজ্জীবিত হই, নব উদ্যমে এগিয়ে চলার প্রেরণা পাই । পুঞ্জীভূত হতাশা, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে কণ্ঠ ধ্বনিত হয়েছিল, যে মহাকাব্য রচনা করেছিলেন বঙ্গবন্ধু তার কোনো তুলনা নেই। এই ভাষণ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে, প্রেরণার উৎস হিসেবে কাজ করে, এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।

পরে দলীয় নেতাকর্মীরা ৭ই মার্চ কালজয়ী ভাষণের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক কেক কাটায় অংশ নেন।

আরও পড়ুন