বাই সাইকেল পেয়ে খু‌শি গ্রাম পু‌লিশরা

NewsDetails_01

রাঙামা‌টি জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার ৬০ জন চৌকিদার-দফাদারকে (গ্রাম পুলিশ) নতুন সাইকেল বিতরণ করা হয়েছে।

রাঙামা‌টি সদর উপ‌জেলা প্রশাস‌নের সা‌র্বিক ব্যবস্থাপনায় আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাইকেল বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আল মামুন মিয়া।

সহকারী ক‌মিশনার (ভু‌মি) মাসুমা বেগ‌মের সঞ্চলনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, উপ‌জেলা ভাইস চেয়ারম্যান না‌স‌রিন ইসলাম, বালুখালী ইউ‌পি চেয়ারম্যান বিজয়‌গি‌রী চাকমা, কুতুকছ‌ড়ি ইউ‌পির মহল্লাদার নিলরঞ্জন চাকমা প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

উপ-পরিচালক মোঃ আল মামুন মিয়া বলেন, গ্রাম পুলিশরা গ্রামের তথা একটি ইউনিয়নের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করেন থাকেন। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। আশা কর‌ছি, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশেরা তাদের কাজে আরো উদ্বুদ্ধ হবেন।

এ‌দি‌কে বাইসাইকেল পেয়ে কুতুকছ‌ড়ি ইউনিয়ন পরিষদের মহল্লাদার নিলরঞ্জন চাকমা বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

২০২০-২০২১ অর্থ বছরে সদর উপ‌জেলার ৬টি ইউনিয়নের ৬০ জন গ্রাম পুলিশদেরকে নতুন সাইকেল, শার্ট,প্যান্টসহ অন্যান্য আনুসাঙ্গিক সামগ্রী দেওয়া হয়।

আরও পড়ুন