বাঘাইছড়ি পৌর নির্বাচন সুষ্ঠু হবে : নির্বাচন কমিশনার রাশেদা

NewsDetails_01

রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এজন্য সবধররণের প্রস্তুতি নেয়া হচ্ছে। কেউ নির্বাচনকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এ কথা বলেন।

NewsDetails_03

উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা। অন্যদেও মধ্যে ৬ বেঙ্গল বাঘাইহাট জোনের অধিনায়ক লে.কর্নেল মোনতাসির আহমেদ পিএসসি, ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল আনোয়ার হোসেন ভুঁইয়া পিএসসি, ১৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক সোহাগ পারভেজ, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানান।

আগামী ১৫ই জুন বাঘাইছড়ি পৌরসভায় প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ০২, সাধারণ কাউন্সিলর পদে ২১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জন প্রতিদ্বন্ধিতা করছে। পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার, নারী ভোটার ৫৩৫১ জন।

আরও পড়ুন