বাঘাইছড়ি হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

NewsDetails_01

বাঘাইছড়ি হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন
রাঙামাটির বাঘাইছড়িতে গত ১৮ মার্চ সংঘটিত হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। মানববন্ধন থেকে অস্ত্রধারীদের ধরতে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেয় বক্তারা। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বাঘাইছড়ি আওয়ামী লীগ, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন,সিনিয়র সহ-সভাপতি মো. শুক্কুর আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর সবুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান আজিজ, পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা মহিলা লীগের সভাপতি হাসিনা ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বাঘাইছড়ি হত্যাকান্ডে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি পাহাড়ে সাঁড়াশি অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, সেনা ক্যাম্প পুনঃ স্থাপনেরও দাবি করা হয়।

আরও পড়ুন