বান্দরবানকে উন্নয়ন ও পর্যটনের রোল মডেল করবো : বান্দরবানে ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা

NewsDetails_01

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
বান্দরবানকে আমরা উন্নয়নের ও পর্যটনের রোল মডেল করবো। তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন। আজ মঙ্গলবার দুপুরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বান্দরবান শহরের রাজার মাঠের পাশে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর পরিবারের সাথে বান্দরবানে ভ্রমনে আসার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বান্দরবান একটি সুন্দর জায়গা,নৈসর্গিক জায়গা। দুই দশকের হানাহানির পর ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আমরা পার্বত্য শান্তি চুক্তি করেছি, শান্তিচুক্তির ফলে পার্বত্য জেলায় সংঘাত প্রায় বন্ধ হয়ে গেছে।
তিনি আরো বলেন, আজ বান্দরবানে বিশ্ববিদ্যালয় হয়েছে, স্কুল হয়েছে, স্কুল সরকারীকরন করেছি, আগামীতে ছাত্রবাসও করে দিবো। পার্বত্য জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি। বান্দরবানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য আমাদের ব্যাপক পরিকল্পনা আছে, পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিতে কাজ করবো। মানুষ যেন সেবা পায় সেই সুযোগ সৃষ্টি করেছি।
এসময় পার্বত্য প্রতিন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌর মেয়র ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সে বান্দরবান সরকারী কলেজের ২ ছাত্রছাত্রী বক্তব্য প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শুনেন। এসময় এই দুই ছাত্রছাত্রী নতুন ভোটার হিসাবে নৌকায় ভোট প্রদান করবে বলে প্রধানমন্ত্রীকে অঙ্গিকার করেন এবং নৌকায় ভোট দেওয়ার জন্য উপস্থিত নতুন ভোটারদের আহবান জানান।
ভিডিও কনফারেন্সে বান্দরবানে ব্যাপক উন্নয়নের জন্য পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই, ৩০০ নং আসন আমরা আপনাকে ফের উপহার দিবো।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নিজ এলাকা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেন শেখ হাসিনা।

আরও পড়ুন