বান্দরবান,রাঙামাটি ও খাগড়াছড়িতে ভূমিকম্প অনুভূত

NewsDetails_01

বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৫.৪৫ মিনিটি এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অন্তত ৫ থেকে ৬ সেকেন্ড স্থায়ী ছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসময় আতংকে স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে প্রধান সড়কে আশ্রয় গ্রহন করে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মিয়ানমার ও ভারত সীমান্ত। ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানা যায়।

NewsDetails_03

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন পার্বত্য জেলায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চিনের ফালাম থেকে ৩৮ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৯। আর ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

আরও পড়ুন