বান্দরবানের আলীকদমে ১৩টি অস্ত্র উদ্ধার : আটক ৩

NewsDetails_01

Three pistols laying on table with bullets
বান্দরবানের আলীকদম উপজেলায় অভিযান চালিয়ে ১৩টি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার দুপুরে উপজেলার পান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো. ফারুক (২৮), আজগর আলী (২২) ও মো. দুলাল মিয়া (৩৯)।
র‌্যাব-৭ জানিয়েছে, আটক ব্যক্তিরা ফুলের ঝাড়ুর ভেতরে করে অস্ত্রগুলো পাচার করার প্রস্তুতি নিচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮টি ওয়ান শুর্টারগান ও ৫টি একনলা বন্দুক ও গুলিসহ অস্ত্র পাচারকারীদের আটক করা হয়।
আরো জানান, এএসপি শাহেদা সুলতানা ও লে. কমান্ডার আশিকুর রহমানের নেতৃত্বে র‌্যাব এ অভিযান পরিচালনা করে। আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো স্থানীয় সন্ত্রাসীদের কাছ থেকে সংগ্রহ করে আটক ব্যক্তিরা বিক্রির উদ্দেশে কৌশলে নিয়ে যাচ্ছিলেন বলে ধারণা করছে র‌্যাব।
র‌্যাব কর্মকর্তা মিফতাউল এএসপি শাহেদা সুলতানা জানান, আটককৃতদের চট্টগ্রামের র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, গতবছর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদমে র‌্যাব অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে এবং কয়েকজনকে আটক করে।

আরও পড়ুন