বান্দরবানের জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

NewsDetails_01

দেখতে দেখতে যেন ১টি বছর পেরিয়ে গেছে। গত বছরের এই দিনে বান্দরবানের জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথ (২৯) আত্মহত্যা করেন।

জানা যায়, গত ১৯ সালের ১৬ অক্টোবর রাতে জেলা শহরের বালাঘাটাস্থ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। জেলা শহরের বালাঘাটাস্থ বাসার ছাদের বিম এর সাথে ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন ও বন্ধুরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়, পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তিনি আত্মহত্যার আগে ফাঁসির দড়িতে ঝুলে পড়ছে এমন একটি ছবি তার এক বন্ধুকে ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠান। আর এই সেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসলে জেলা শহর জুঁড়ে তৎসময়ে আলোচনার জন্ম দেয়।

NewsDetails_03

আরো জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা শহরের এক মেয়ের সাথে সম্পর্কের জের ধরে বান্দরবানে জনপ্রিয় এই শিল্পী আত্মহত্যার পথ বেছে নেন বলে তার বন্ধুরা জানান।

এদিকে পংকজ দেবনাথ এর প্রথম মৃত্যুবার্ষিকী তার পারিবারিক ভাবে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হলেও স্থানীয় কোন সাংস্কৃতিক সংগঠন থেকে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়নি।

উল্লেখ্য,বেসরকারী টেলিভিশন চ্যানেল এস.এ টিভি’র বাংলাদেশী আইডল প্রতিযোগিতায় বান্দরবানের তরুণ কন্ঠশিল্পী পংকজ দেবনাথ সেরা ৮ এর মধ্যে ছিল।

আরও পড়ুন