বান্দরবানের ট্যুরিস্ট গাইড ও ট্যুর অপারেটরদের জন্য করণীয়

NewsDetails_01

বান্দরবানের পর্যটনস্পটগুলো শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে, শর্তসাপেক্ষে কাল থেকে বান্দরবানের পর্যটন স্পটগুলো উন্মুক্ত করছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন।

NewsDetails_03

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত কমিটি কর্তৃক অনুমোদিত গাইড লাইন অনুসারে জেলার ট্যুরিস্ট গাইড এবং ট্যুর অপারেটরদের যেসব শর্ত প্রযোজ্য, যেসব শর্ত আমরা তুলে ধরছি।

🟣 ব্যাক্তিগত সুরক্ষা উপকরণ যেমন-হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ফেস ফিল্ড, গগলস, ফাস্ট এইড বক্স, ডিসপোজেবল টুপি, ব্যাগ/বিন ইত্যাদির নিশ্চিত করতে হবে।
🟣 ট্যুর পরিচালনায় সেবা প্রদানকারী কর্মীদের SOP সম্পর্কে ভালোভাবে অবহিত বা প্রশিক্ষিত হতে হবে।
🟣 ট্যুর পরিচালনায় সেবা প্রদানকারী কর্মীগণ পর্যটকদের SOP সম্পর্কে ভালো ভাবে ব্রিফ করতে হবে।
🟣 ট্যুর চলাকালে পর্যটকদের শরীরের তাপমাত্রা এবং শ্বাস প্রশ্বাসের উপসর্গ নিয়মিত পরীক্ষা করতে হবে।
🟣 পর্যটক কর্তৃক পর্যটন আকর্ষন দেখা এবং বিনোদন উপভোগের ক্ষেত্রে বিদ্যমান নিয়ামাবলী কঠোর ভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে।
🟣 সামাজিক দূরত্ব বজায় রাখা সম্পর্কিত সতর্কতামূলক বার্তা, অন্য কোন ঘোষনা, বিবরণীর ভাষা ইত্যাদির জন্য ট্যুর/গাইড বা অনুবাদক কর্তৃক হ্যান্ড মাইক, মাইক্রোফোন এবং হেডফোন সেট ব্যবহার করতে হবে।

আরও পড়ুন