বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোকে আরো আধুনিকায়ন করা হবে

NewsDetails_01

বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পর্যটন উন্নয়ন বিষয়ক সভা
বান্দরবান পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলোকে আরো আধুনিকায়ন করা হবে, বান্দরবানকে পর্যটন বান্ধব করতে হোটেল মোটেল ও ট্যুরিষ্ট পরিবহনসহ আবাসিক হোটেলসমুহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আজ সোমবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পর্যটন উন্নয়ন বিষয়ক সভায় একথা বলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
পর্যটন উন্নয়ন বিষয়ক সভায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ছাড়া ও সেনা জোনের উপ-অধিনায়ক মেজর আলী আহসান ,সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: ইয়াছির আরাফাত,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ জেলার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা,হোটেল মোটেল রেস্টুরেন্ট মালিক সমিতি এবং পরিবহণ ব্যাবসায়ীর নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
এসময় পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়িরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং জেলা প্রশাসন সমস্যাগুলো সমাধানের চেষ্টায় কাজ করবে বলে জানান।

আরও পড়ুন