বান্দরবানের ২৮ টি ইটভাটা’কে ১ কোটি ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

NewsDetails_01

একের পর এক পাহাড় কর্তন ও অবৈধ ভাবে ইটভাটা পরিচালনার দায়ে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাইতংয়ে ২৮টি ইটভাটায় অভিযান চালিয়ে ১ কোটি ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত২০১০) এর ৭ ও ১২ ধারার আলোকে ইটভাটাগুলো থেকে জরিমানা আদায় করা হয়।

NewsDetails_03

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ের পরিচালক মফিদুল আলম প্রেরিত এক বার্তায় জানা যায়, বান্দরবানের লামার ফাইতংয়ে অবস্থিত ডিবিএম ব্রিক্সকে ৫ লক্ষ টাকা, এ এম আর ব্রিক্সকে ৪ লক্ষ টাকা, এম এইছবি ব্রিক্সকে ৪ লক্ষ ৬০ হাজার টাকা, এমবিএস ব্রিক্সকে ৪ লক্ষ ৪০ হাজার টাকা, ওয়াই এসবি ব্রিক্সকে ১ লক্ষ টাকা, ইউ এম বি ব্রিক্সকে ৫ লক্ষ ১০ হাজার টাকা, বিবিএম ব্রিক্সকে ৩ লক্ষ ২০ হাজার টাকা, ফোর বিএম ব্রিক্সকে ১ লক্ষ ৮০ হাজার টাকা, এস বি ডাব্লিউ ব্রিক্সকে ৫ লক্ষ টাকা, এমএমবি ব্রিক্সকে ৪ লক্ষ টাকা, এফ এ সি ব্রিক্সকে ৫ লক্ষ টাকা, ফাইভ বিএম ব্রিক্সকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা, এবিসি ব্রিক্সকে ৩ লক্ষ টাকা, থ্রি বিএম ব্রিক্সকে ৪ লক্ষ ৭০ হাজার টাকা, ইবিএম ব্রিক্সকে ১লক্ষ টাকা, এসএবি ব্রিক্সকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা, এন আর বি ব্রিক্সকে ২ লক্ষ টাকা, কেবিসি ব্রিক্সকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা, এসকেবি ব্রিক্সকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা, ইউবিএম ব্রিক্সকে ৪ লক্ষ ৭০ হাজার টাকা, এবিসি-৩ ব্রিক্সকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা, এসবিএম ব্রিক্সকে ২ লক্ষ ৮০ হাজার টাকা, এএমবি ব্রিক্সকে ৩লক্ষ ২০ হাজার টাকা, এমবিআই ব্রিক্সকে ৫ লক্ষ ১০ হাজার টাকা, এইছবিএম ব্রিক্সকে ৪ লক্ষ ২০ হাজার টাকা, টিএইছবি ব্রিক্সকে ১ লক্ষ টাকা, বিবিসি ব্রিক্সকে ৭ লক্ষ টাকা, এবিএম ব্রিক্সকে ৫ লক্ষ টাকা। ২৮টি ইটভাটায় সর্বমোট ১ কোটি ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রসঙ্গত, বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় পাহাড় কেটে এবং বনের মধ্যেই প্রায় ৫০টি অবৈধ ইটভাটা গড়ে উঠে, আর সেসব ইটভাটায় বছরের পর বছর ধরে বনের কাঠ সাবাড় করে পুড়ানো হয় ইট।

আরও পড়ুন