বান্দরবানে আজ দূর্গোৎসব মাতাবেন সংগীত শিল্পী শিমুল শীল

NewsDetails_01

শিমুল শীল
শিমুল শীল
বান্দরবান শহরের রাজারমাঠে কেন্দ্রীয় দূর্গোৎসবে আজ সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট শিমুল শীল। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু গেল শারদীয় দূর্গোৎসব। বান্দরবানে ও নানা আয়োজনে উদযাপন হচ্ছে সনাতন ধর্মালম্বীদের দূর্গোৎসব । উৎসবকে ঘিরে পাঁচদিন ব্যাপী নেয়া হয়েছে নানা আয়োজন ।
উৎসবের প্রধান আকর্ষন হিসেবে আজ থাকছে প্রখ্যাত সংগীত শিল্পী শিমুল শীলের সংগীতানুষ্টান। শুক্রবার সন্ধ্যায় বান্দরবান রাজার মাঠে হাজারো ভক্তদের উদ্যেশে এই শিল্পী পরিবেশন করবেন ভক্তিমূলক, ভান্ডারী, আধুনিক, আঞ্চলিক, ফোকসহ বিভিন্ন ধরণের গান। অন্যান্য বছরের তুলনায় এ বছর আরো জাকজমকভাবে এই শারদীয় দূর্গোৎসব উৎসব উদযাপিত হচ্ছে।
পাচঁ দিনব্যাপী অনুষ্টানে ৭ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শুভ উদ্বোধন,মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও দেবীর মুখোন্মোচন। এরপরই পরই জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রক্ষচারীর দেবীস্ততি পাঠ। এসময় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার আনুষ্টানিক উদ্ভোধন করবেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি।
উদ্ভোধনী অনুষ্টানে উপস্থিত থাকবেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো:জোবায়ের সালেহীন,এনডিইউ পিএসসি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশসহ প্রমুখ ।

আরও পড়ুন