বান্দরবানে কৃষক ও নারীদের উন্নয়নে উপকরণ বিতরণ

NewsDetails_01

পার্বত্য জেলা বান্দরবানের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ফলজ চারা,পাওয়ার টিলার,স্প্রে মেশিন, নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।

শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব কৃষিজ উপকরণ বিতরণ করেন ।

NewsDetails_03

এছাড়াও নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য গরু, ছাগল এবং নগদ অর্থ বিতরণ করা হয় ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মা ।এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ।

এ সময় কৃষি সম্প্রসারণ বিভাগ, প্রাণি সম্পদ বিভাগ এবং কৃষি সম্প্রসারণ কর্পোরেশনের সহযোগিতায় চা ও কফি চাষ সম্প্রারণ প্রকল্পের আওতায় ১৮ জনের মাঝে ১০ হাজার চারা, গুংগুরু এলাকায় বাগান সৃজন প্রকল্পের আওতায় ১০০ জনের মাঝে ১২ হাজার চারা, নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ পরিবারের মাঝে গরু এবং ছাগল বিতরণ করা হয় ।

আরও পড়ুন