বান্দরবানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কৃষিমন্ত্রী

NewsDetails_01

বান্দরবানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক
বান্দরবানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। গত শুক্রবার বিকেলে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি গ্রোগ্রাম এর আওতায় ২ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান, জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, পৌরসভার মেয়র মোঃ ইসলাম বেবী,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো:আলতাফ হোসেন,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো:ওমর ফারুকসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় সভায় বক্তারা পার্বত্য এলাকায় কৃষি ও কৃষকদের উন্নয়নে আরো বেশি প্রকল্প গ্রহণ করার জন্য কৃষিমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন