বান্দরবানে চ্যানেল আই এর ২০তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

NewsDetails_01

বান্দরবানে চ্যানেল আই এর ২০তম প্রতিষ্ঠা বাষির্কীতে অতিথিরা
বান্দরবানে চ্যানেল আই এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম কেক কেটে চ্যানেল আই’র জন্মদিন উদযাপন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার, প্রেসক্লাব এর সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব এর সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর আলম।
এসময় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, চ্যানেল আই এর প্রতিনিধি এস.এম ইসমাইল হাসান, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,জিটিভির প্রতিনিধি মো:ইছহাক,বৈশাখি টেলিভিশনের প্রতিনিধি মো:জহিরসহ বিভিন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, বর্তমান সমাজে সাংবাদিকরা আছে বলে আমরা আছি। সাংবাদিকরা আমাদের ভালো মন্দ সংবাদে প্রকাশের মাধ্যমে আমাদের ভালো খারাপ দিকগুলো ফুটে উঠে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম আরো বলেন, প্রতিটি সাংবাদিককে সৎ ও বস্তুুনিষ্ট সংবাদ প্রকাশ করতে হবে যাতে জনসাধারণ সঠিক সংবাদ পায় , কোন অসত্য ও মিথ্যা সংবাদ প্রকাশ করে কাউকে বিভ্রান্তির মধ্যে ফেলা ঠিক নয়।

আরও পড়ুন