বান্দরবানে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের উদ্বোধন করলেন বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের উদ্বোধন করছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি
পর্যটকদের আরো বেশি সেবা প্রদানের লক্ষে বান্দরবানে ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বান্দরবান সদরের মেঘলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৯০ লক্ষ টাকা ব্যায়ে এই ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোঃসোহরাব হোসেন (এনডিসি), চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম (পিপিএম),বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন,বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহৃদ চাকমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় বক্তারা,পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্রে আরো ট্যুরিস্ট পুলিশ বাড়ানোর আহবান জানান এবং বান্দরবানে আগত দেশী বিদেশি পর্যটকদের আরো বেশি সেবা প্রদানের আহবান জানান।

আরও পড়ুন