বান্দরবানে দৃষ্টি প্রতিবন্ধী ১০ শিক্ষার্থী পেলো নতুন বই

NewsDetails_01

বান্দরবানে দৃষ্টি প্রতিবন্ধী
শিক্ষার্থী হাতে নতুন বই তুলে দেন
বান্দরবানে দৃষ্টিপ্রতিবন্ধী ১০ শিক্ষার্থীর মাঝে ব্রেইল পাঠ্য বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান জেলা শহরের সুয়ালকে অবস্থিত সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের দৃষ্টিপ্রতিবন্ধী ১০ শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের ব্রেইল পাঠ্য বই ও ইলেকট্রনিক্স টকিং ডিভাইজ বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমাজ সেবা বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।
এসময় জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মিল্টন মুহুরী ও সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদারসহ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে জেএসসি/জেডিসিও পিইসি পরীক্ষার্থীদের ভাল ফলাফল করায় তাদেরকে মিষ্টি বিতরণ করেন অতিথিরা।

আরও পড়ুন