বান্দরবানে নদী পরিব্রাজক দলের সভা

NewsDetails_01

“ নদীর জন্য তারুণ্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নদী পরিব্রাজক দলের আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্টিত হয়েছে।

আজ রবিবার বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বান্দরবান নদী পরিব্রাজক দলের সভাপতি এমেচিং মার্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর।

সভায় প্রধান অতিথি বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, বান্দরবানের দুই নদী সাংগু আর মাতমুহুরী নদী আগের মত নেই । দেখা মেলে না আগের মত স্বচ্ছ পানি ও মাছ। দূষিত হচ্ছে এই নদীর পানি ।

এসময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসেন।

NewsDetails_03

সভায় বিশেষ অতিথি হিসেবে বান্দরবান পৌরসভার কাউন্সিলর সালেহা বেগম,কেন্দ্রীয় কমিটির সদস্য মো.ফরিদ উদ্দিন সোহেল,সিনিয়র যুগ্ন সম্পাদক ইসলাম মাহমুদ,সেক্রেটারি জেনারেল প্রকৌশলী মো:হাবিবুর রহমান প্রধান,বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি বাবুমনি উপস্থিত ছিলেন। সভায় বান্দরবান নদী পরিব্রাজক দলের ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা অংশ নেয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান আলোচক নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ মনির হোসেন বলেন, নদী আমাদের প্রাণ। এই প্রাণকে রক্ষা করা আমাদের দায়িত্ব।

সময় তিনি আরো বলেন, নদীর জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে না হয় দিন দিন নদী দখল আর দূষণে নষ্ট হয়ে যাবে।

এসময় নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ মনির হোসেন নদীর গতিপ্রবাহ ঠিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সভায় নদী পরিব্রাজক দলের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: ইয়াছিনুল হাকিম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন নদী পরিব্রাজক দলের বান্দরবান জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক কৌশিক দাশ।

আরও পড়ুন