বান্দরবানে নানা আয়োজনে পালিত হচ্ছে বড়দিন

NewsDetails_01

নানা আয়োজনে পার্বত্যজেলা বান্দরবানে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীরা মেতে ওঠেছে নানা উৎসবে।

NewsDetails_03

এদিকে ২৫ ডিসেম্বর রাত ১২ টা ১মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের এ উৎসব শুরু হয় । সকাল থেকে জেলা সদরের ব্যাপটিস্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জা সহ জেলা উপজেলার গীর্জাগুলোতে আয়োজন করা হয় সমবেত প্রার্থনা।

সমবেত প্রার্থনায় মিলিত হওয়ার জন্য সকাল থেকে নারী, পুরুষ ও শিশুরা গীর্জাগুলোতে ভীড় করেন । আগামী দিনের অনাগত সুখ ও আত্মশুদ্বির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করে এই প্রার্থনায় ।

YouTube video

এদিকে, সমবেত প্রার্থনা শেষে সকলে মিলে মিলিত হয় যীশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্ঠানে । সমবেত সংগীতের মধ্য দিয়ে ঈশ্বর যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন বান্দরবান ফাতিমা রানী ক্যাথলিক গীর্জার পাল-পুরোহিত ফাদার বিনয় গমেজ সিএসসি।

এছাড়াও বড়দিন উদযাপন উপলক্ষে বান্দরবানে সব চার্চ গুলো ক্রিসমাস ট্রি, রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি পরিবারগুলোতে নানা ধরনের কেক, পিঠা ও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন