বান্দরবানে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানের নারী ও শিশু ধর্ষণ বন্ধ, ধর্ষণের পরবর্তী হত্যা ও যৌন অত্যাচার সহ সকল সহিংসতার বিরুদ্ধে ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বিএনকেএস, গ্রাউস, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন, তহজিংডং, একেএস, দূর্বার ও নারী পক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো যৌথ উদ্যোগের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দূর্বার নেটওর্য়াক চট্টগ্রাম বিভাগের সভাপতি ডনাইপ্রু নেলীর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন এর জেলা সভাপতি অংচমং মার্মা, এ্যাড: উম্যাসিং মারমা,নারী নেত্রী সুচিত্রা তঞ্চঙ্গ্যা,বিএনকেএস এর পক্ষে প্রজেক্ট কো-অর্ডিনেটর উবানু মারমা,পিসি মানব কুমার চাকমা, নারী উদ্যোক্তা উম্মে কুলসুম খুকী, নিনি প্রু, জিনদু আওয়া বম,পারমিতা চাকমা এবং গ্রাউস এর মুইলিয়াম বমসহ বিভিন্ন নারী সংগঠনের নারী নেত্রী ও মানবাধিকার নেতারা উপস্থিত ছিলেন।

YouTube video

এসময় বক্তারা,নারী ও শিশু ধর্ষণ বন্ধ,ধর্ষণের পরবর্তী হত্যা ও যৌন অত্যাচার সহ সকল সহিংসতা বন্ধ করার আহবান জানান এবং ন্যায় বিচারের জোর দাবি জানান।

আরও পড়ুন