বান্দরবানে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

NewsDetails_01

বান্দরবানে ইকো-ডেভেলপমেন্ট এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

২৯ নভেম্বর (রবিবার) সকালে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে ১৬ দিন ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, পরে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় বান্দরবানের স্থানীয় বেসরকারী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও র‌্যালীতে বিভিন্ন উন্নয়ন সংস্থারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেয়।
এসময় র‌্যালী ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ইকো-ডেভেলপমেন্ট বান্দরবান এর প্রকল্প সমন্বয়ক উত্তম কুমার চৌধূরী, এডমিন এন্ড একাউন্টস পিয়া চাকমা, অন্যন্যা কল্যান সংস্থা (একেএস) প্রকল্প সমন্বয়ক লালপেককিম বম, গ্রাউস এর প্রকল্প সমন্বয়ক মুনলিয়াম বম, বিএনকেএস এর দীপ জয়া দেওয়ান, হিমিউটিরিয়্যান ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক মানব কল্যান চাকমা, তহ্ জিং ডং এর প্রকল্প সমন্বয়ক মো: জিয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ।

আরও পড়ুন