বান্দরবানে নিষিদ্ধ পলিথিন বন্ধে অভিযান

NewsDetails_01

বান্দরবানের বিভিন্ন স্থানে পলিথিন বিক্রি করা বন্ধ করার লক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ১৬ মার্চ (বুধবার) দুপুরে জেলা শহরের বাজারে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় বান্দরবান বাজারের বিভিন্ন মুদি ও স্টেশনারী দোকানে অভিযান চালিয়ে ৫০০কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন, বিক্রয় করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারার ৬ক এ দুইটি প্রতিষ্টানকে সর্বমোট ১১হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করার জন্য বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয় এবং উদ্ধারকৃত পলিথিন জব্দ করেন ভ্রাম্যমান আদালত।

NewsDetails_03

ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন, বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী, র‌্যাব ১৫ বান্দরবান এর কোম্পানী কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন, বান্দরবান মুদি ব্যাবসায়ী কল্যান সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশসহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন