বান্দরবানে পরিবার পরিকল্পনা মেলা শুরু

NewsDetails_01

বান্দরবানে পরিবার পরিকল্পনা মেলা
“পরিকল্পিত পরিবারে গড়বো দেশ,উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান শহরের রাজার মাঠে বর্ণাঢ্য আয়োজনে ২দিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি জেলা শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে রাজার মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা প্রাঙ্গণে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে মেলা প্রাঙ্গণে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো.আসলাম হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার (আইইএম ইউনিট) এর সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক ডা. অং চালু, ডেপুটি সিভিল সার্জন ডাঃ তাহমিনা শবনাম সোবাহান প্রমুখ। আগামী ৮ই মার্চ সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে এই মেলার সমাপ্তি ঘটবে।

আরও পড়ুন