বান্দরবানে পর্যটককে মারধরের ঘটনায় রিসোর্টের মা‌লিকসহ ৪ জন কারাগারে

NewsDetails_01

বান্দরবানে পর্যটককে মারধর করে আহত করার অভিযোগে নীলাচলের নীলাম্বর রিসোর্টের মা‌লিক সাইদুল ইসলাম (২৪) সহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছে জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হক। অন্য তিনজন হলেন, মোঃ ওয়া‌জিব উ‌দ্দিন (৩২), নুর মোহাম্মদ (২৩) ও মোঃ শুভ (১৯)। আজ র‌বিবার (২০‌ফেব্রুয়ারী) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

জানা যায়, গত শনিবারে ঢাকা থেকে ১১ জনের একটি টিম বান্দরবানে বেড়াতে আসে। বি‌ভিন্ন স্পট ঘুরে বিকালে নীলাচলে যায় তারা। ঘোরাঘুরির এক পর্যায়ে তারা নীলাচলে অবস্থিত নীলাম্বরী রিসোর্টের সামনে গেলে রিসোর্টের ম্যানেজার পর্যটকদের নীলাম্বরী রিসোর্টের স্বত্বা‌ধিকারীর স্ত্রী‌’কে ইভ‌টি‌জিং এর অপবাদ দিলে পর্যটকদের সাতে কথা কাটাকা‌টির হয়। কথা কাটাকাটির এক পর্যা‌য়ে রিসোর্টের কর্মচারীদের সাথে পর্যটকদের হাতাহাতি হয়। এতে ৩ পর্যটক আহত হয়। ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহ‌তদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রায়। এঘটনায় রিসোর্টের ৪ জনকে আটক করে পু‌লিশ। আজ সোমবার আটককৃত চারজনকে জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট এর নির্দেশে নি‌র্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

NewsDetails_03

এ‌দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটকদের পিঠানো উচিত হয়নি। তর্কাতর্কির কার‌নে কেউ কাউকে এভাবে মারধর করতে পারেনা। বান্দরবান পর্যটক বান্ধব এলাকা। প্রত্যেককে অবশ্যই পর্যটকদের সম্মান দিয়ে কথা বলা উ‌চিত।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পর্যটকদের সাথে মারধরের ঘটনায় রিসোর্টের মালিক সহ ৪ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন